মিঠুন দাস
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে ৬ নং বড়কুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সোনাইমুড়ি শীল বাড়ি সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের অসমাপ্ত কাজ পরিদর্শনে আসেন পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। এ সময় মন্দিরের অসমাপ্ত কাজ পরিদর্শন ও মন্দির কমিটির লোকদেরকে আশ্বস্ত করেন অচিরে এই মন্দিরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য বিভিন্ন পরামর্শ ও সরকারি অনুদান পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরের সাথে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সে সাথে সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় সনাতনীদের সুরক্ষিত এবং সুন্দর থাকার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক। আরো ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা। দপ্তর সম্পাদক সুজন দাস। হাজীগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের যুবলীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের নেতা সুমন কর্মকার, সোনাইমুড়ী সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির এর সভাপতি শ্রীকৃষ্ণ শীল, সাধারন সম্পাদক অজয় কৃষ্ণ শীল সহ প্রমুখ।