ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আহমেদ হোসেন ও আফরিন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পৃথক পৃথক স্থানে এ দুই শিশু পানিতে ডুবে মারা যান।
জানাযায়, রাজাপুর গ্রামের আবুল হোসেনের পুত্র আহমেদ হোসেন ও হোসেনপুর গ্রামের হোসেন মিয়ার কন্যা আফরিন আক্তার খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে ডুবে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসমান অবস্থায় পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।