ইসমাইল হোসেন বিপ্লব॥
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর উদ্ধার কাজে যান সীতাকুন্ডের ফায়ার স্টেশন কর্মী ইমরান মজুমদার (৪০)। কিন্তু ভয়াবাহ বিস্ফোরণে অগ্নিদগন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ৮ ঘন্টাপর তাঁর লাশের খোঁজ পেয়েছেন স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। নিহত ইমরান মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন, তিনি একজন দক্ষ এবং সাহসী ফায়ারম্যান ছিলেন।
উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়ায় ইউনিয়নের সিংড্ডা গ্রামের মকবুল হোসেনের ছেলে নিহত ইমরান মজুমদার।
মৃত্যুকালে তিনি দুইসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার
নিহত দমকল কর্মী ইমরানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানাযায়।
এদিকে ইমরান মজুমদার মৃত্যুতে তার নিজ বাড়ী সিংড্ডা গ্রামে চলছে শোকের মাতম। ওই গ্রামের সর্বত্রই কান্নার আওয়াজে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। তার ছাত্র-জীবনের বন্ধু মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকপ্রকাশ করা হচ্ছে।