লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮তম সাহিত্য আড্ডা

  • আপডেট: ১০:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ১৭

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো ফরিদগঞ্জ লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮ তম সাহিত্য আড্ডা। ভুরি ভোজ, গান-আবৃত্তি আর সাহিত্য আড্ডায় মুখরিত ছিলো লেখক ফোরাম কার্যালয়।

১৩ মে শুক্রবার জুময়ার নামাজের পর সদস্যরা একে একে আসতে থাকে সংগঠনের কার্যালয়ে। ভিন্ন ধরনের আয়োজনে চমকে যায় অনেকেই। হোটেল নয়, অফিসেও রান্নার আয়োজন নেই। হঠাৎ অফিসে পাতিল পাতিল খাবার দেখে অনেকেই অবাক হয়ে যায়। একজনের বাসা থেকে ভাত, আরেকজনের বাসা থেকে ভর্তা, অন্যজন করলো ডাল, মুরগী এবং শুটকীর রেসিপি। কেউ আবার হাতে করে নিয়ে আসলো লেবু আর শষা। এভাবেই সংগঠনের প্রতি সদস্যদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে অনুজরা পেলে অনুপ্রেরণা। মাধুর ভিছিয়ে সবাই খেলে নিলো দুপুরের খাবার।

খাবারের পর পরই শুরু হলো ঈদ পুনঃমিলনী ও সাহিত্য আড্ডা। সহ-সভাপতি মহশিন হাসান শুভ্রের সভাপতিত্বে ইয়াছিন দেওয়ানের উপস্থাপনায় শুরুতে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘ ওমন রমযানেই রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ফাতেমা ইয়াছমিনের কণ্ঠের সাথে উক্ত গানে প্রায় সবাই গলা মিলান। এ সময় কবিতা পাঠ করেন দন্ত্যন ইসলাম (দূরত্ব), পাবেল আল ইমরান (শয়তানকে ঈশ^র ঘোষণা করে) ফাতেমা আক্তার শিল্পী (স্বপ্নসঙ্গী), মোস্তাফিজুর রহমান (দিন মজুরের গল্প), তানজিল হৃদয় (বিকট মূর্তি)। কবিতা আবৃত্তি করেন তারেক রহমান তারু। অনুগল্প ‘শুধুই কী বিড়াল ছিলো’ পাঠ করে ইয়াছিন দেওয়ান, ছোট গল্প ‘ভালোবাসার খোঁজে’ পাঠ করেন মহশিন হাসান শুভ্র। এছাড়াও গান পরিবেশন করে নাজমুন নাহার মারিয়া। গল্প কবিতা নিয়ে আলোচনা-সমালোচনা করেন পাবেল আল ইমরান, দন্ত্যন ইসলাম, অমৃত ফরহাদ ও ফাতেমা ইয়াছমিন।

সাধারণ সম্পাদক কউছার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাওসার আহমেদ, মোস্তফা কামাল মুকুল, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, অর্থ সম্পাদক তারেক রহমান তারু, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, আইসিটি সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক গাজী জাহিদ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ফাবিয়া জাহান। বিশিষ্ট লেখক রাসেল ইব্রাহিম, সদস্য রাবেয়া আক্তার, জুনায়েদ হক আহাদ প্রমুখ।

Tag :
সর্বাধিক পঠিত

শাহরাস্তিতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি

লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮তম সাহিত্য আড্ডা

আপডেট: ১০:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো ফরিদগঞ্জ লেখক ফোরামের ঈদ পুনঃমিলনী ও ৪২৮ তম সাহিত্য আড্ডা। ভুরি ভোজ, গান-আবৃত্তি আর সাহিত্য আড্ডায় মুখরিত ছিলো লেখক ফোরাম কার্যালয়।

১৩ মে শুক্রবার জুময়ার নামাজের পর সদস্যরা একে একে আসতে থাকে সংগঠনের কার্যালয়ে। ভিন্ন ধরনের আয়োজনে চমকে যায় অনেকেই। হোটেল নয়, অফিসেও রান্নার আয়োজন নেই। হঠাৎ অফিসে পাতিল পাতিল খাবার দেখে অনেকেই অবাক হয়ে যায়। একজনের বাসা থেকে ভাত, আরেকজনের বাসা থেকে ভর্তা, অন্যজন করলো ডাল, মুরগী এবং শুটকীর রেসিপি। কেউ আবার হাতে করে নিয়ে আসলো লেবু আর শষা। এভাবেই সংগঠনের প্রতি সদস্যদের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে অনুজরা পেলে অনুপ্রেরণা। মাধুর ভিছিয়ে সবাই খেলে নিলো দুপুরের খাবার।

খাবারের পর পরই শুরু হলো ঈদ পুনঃমিলনী ও সাহিত্য আড্ডা। সহ-সভাপতি মহশিন হাসান শুভ্রের সভাপতিত্বে ইয়াছিন দেওয়ানের উপস্থাপনায় শুরুতে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘ ওমন রমযানেই রোজার শেষে এলো খুশির ঈদ’ দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ফাতেমা ইয়াছমিনের কণ্ঠের সাথে উক্ত গানে প্রায় সবাই গলা মিলান। এ সময় কবিতা পাঠ করেন দন্ত্যন ইসলাম (দূরত্ব), পাবেল আল ইমরান (শয়তানকে ঈশ^র ঘোষণা করে) ফাতেমা আক্তার শিল্পী (স্বপ্নসঙ্গী), মোস্তাফিজুর রহমান (দিন মজুরের গল্প), তানজিল হৃদয় (বিকট মূর্তি)। কবিতা আবৃত্তি করেন তারেক রহমান তারু। অনুগল্প ‘শুধুই কী বিড়াল ছিলো’ পাঠ করে ইয়াছিন দেওয়ান, ছোট গল্প ‘ভালোবাসার খোঁজে’ পাঠ করেন মহশিন হাসান শুভ্র। এছাড়াও গান পরিবেশন করে নাজমুন নাহার মারিয়া। গল্প কবিতা নিয়ে আলোচনা-সমালোচনা করেন পাবেল আল ইমরান, দন্ত্যন ইসলাম, অমৃত ফরহাদ ও ফাতেমা ইয়াছমিন।

সাধারণ সম্পাদক কউছার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাওসার আহমেদ, মোস্তফা কামাল মুকুল, সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, অর্থ সম্পাদক তারেক রহমান তারু, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, আইসিটি সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক গাজী জাহিদ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ফাবিয়া জাহান। বিশিষ্ট লেখক রাসেল ইব্রাহিম, সদস্য রাবেয়া আক্তার, জুনায়েদ হক আহাদ প্রমুখ।