• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২২

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

এছাড়াও গত মাসের (এপ্রিল/২০২২ খ্রিঃ) অভিন্ন মানদন্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি।

সম্মাননা স্মারক অর্জনকারীরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুর রশিদ, সদর মডেল থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, সদর মডেল থানা।
এছাড়াও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হন মো. ইউনুছ মিয়া, হাজীগঞ্জ থানা, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম, হাজীগঞ্জ থানা।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক অর্জনকারীরা হলেন, জেলার মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই মো. সুদীপ্ত শাহীন, কচুয়া থানা, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই কামরুল হাসান কায়কোবাদ।
জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মো. আবু হানিফ, সদর মডেল থানা, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিএসআই/ রুক মিয়া, সদর ট্রাফিক, চাঁদপুর।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ পিপিএম’র উপস্থাপনায় পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!