প্রেসবিজ্ঞপ্তি:
হাইমচর উপজেলার আলগী দূর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব ফখরুদ্দিন আলী আহমেদের উপর নগ্ন হামলার প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছিরউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রেসবিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছিরউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন,
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধ করতে এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জমি অধিগ্রহণ বিতর্ক, হাইমচরে সরকারি সম্পত্তি নিজ নামে রেজিস্ট্রেশন করার বিষয় নিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক যাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তারা আদালতে মামলার জবাব দিবে। সরকার অপকর্মের বিরুদ্ধে মামলা করেছে তারা আইনীভোবে মোকাবেলা না করে নিবেদিত আওয়ামী লীগ নেতার উপর হামলা করে আবারও প্রমাণ করলো তাদের অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলার স্বীকার হবে। দলের দীর্ঘ দিনের পরীক্ষিত একজন নিবেদিত আওয়ামী লীগ নেতার উপর নগ্ন হামলা করা হয়েছে। যা জেলা আওয়ামী লীগ কোনভাবেই মেনে নেবেনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্্েযধ জিরো টালারেন্স নীতিতে কাজ কওে চলেছেন। তাই আমরা চাঁদপুরের মাটিতে কখনো কারো কোন অনিয়ম, দুর্নীতি মেনে নিতে পারিনা। বাংলাদেশ আওয়ামী লীগ কারো অপরাধের দায়ভার কখনো নেয়নি আর নিবেওনা। যারা একজন আওয়ামী লীগ নেতার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা করেছে তারা দল এবং সরকারের ভালো চায়না। তারা নিজের স্বার্থ রক্ষায় চাঁদপুরকে গিলে খাচ্ছে। আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদর নগ্ন হামলার সাথে জড়িত তাদের বিষয়ে দলের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে। যারা নিজ স্বার্থ হাসিল করতে দলের নেতা-কর্মীদের উপর এ ধরনের হামলা কওে দালের জন্য বিষফোঁড়া। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের হাই কমান্ডকে অবহিত করা হয়েছে। যারা নিজের স্বার্থ হাসিল করতে শান্ত চাঁদপুর শহরকে উত্তপ্ত ও অশান্ত করার হীন প্রচেস্টা চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদর উপর হামলাকারীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করছি।
উল্লেখ্য, হাইমচরে সরকারি সম্পত্তি নিজ নামে রেজিস্ট্রেশন করায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বাদী হয়ে গত ২৮ এপ্রিল চাঁদপুর সদর আদালতে মামলা দায়ের করে এতে আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন আলী আহমেদ অভিনন্দন জানায়। এরই জেরধরে তাঁকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধ আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, অসাংগঠনিক কর্মকাণ্ড, উশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। দলের চেইন অব কমাণ্ড মেনে চলুন। দলকে সু-সংগঠিত করুন। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।