কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেট: ০২:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ৪১

সাইফুল ইসলাম সুমন:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে “মাহে রমজানের ফজিলত ও শিক্ষা” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর হতে শুরু হওয়া মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি।

তিনি বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মি শক্তি অর্জনের জন্য চমৎকার একটি মাস। এ মাসে মানুষের মানবিক দুর্বলতা যেমন- কামনা-বাসনা, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, গীবত-চোগলখুরি ইত্যাদি দূর করার প্রশিক্ষন পাওয়া যায়। এ মাসে রহমত, মাগফেরাত এবং নাজাত লাভের মধ্য দিয়ে আল্লাহর একজন খাঁটি বান্দা হওয়া যায়। তিনি বলেন, তাকওয়ার চাদর দিয়ে নিজেকে আবৃত করার মাস হল রমজান।

দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলির সভাপতিত্বে ও পীরজাদা আতাউল্লাহ শাজুলির ব্যবস্থাপনায় এসময় আলোচনা পেশ করেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, নিশিন্তপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর আহমদ আজাদ, সাচার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হেদায়েত উল্লাহসহ আরো অনেকে।

এসময় দরবার শরীফের মুরিদীন, মুহিব্বিনসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কচুয়ার শাজুলিয়া দরবার শরীফের ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট: ০২:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

সাইফুল ইসলাম সুমন:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে “মাহে রমজানের ফজিলত ও শিক্ষা” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর হতে শুরু হওয়া মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি।

তিনি বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মি শক্তি অর্জনের জন্য চমৎকার একটি মাস। এ মাসে মানুষের মানবিক দুর্বলতা যেমন- কামনা-বাসনা, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, গীবত-চোগলখুরি ইত্যাদি দূর করার প্রশিক্ষন পাওয়া যায়। এ মাসে রহমত, মাগফেরাত এবং নাজাত লাভের মধ্য দিয়ে আল্লাহর একজন খাঁটি বান্দা হওয়া যায়। তিনি বলেন, তাকওয়ার চাদর দিয়ে নিজেকে আবৃত করার মাস হল রমজান।

দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলির সভাপতিত্বে ও পীরজাদা আতাউল্লাহ শাজুলির ব্যবস্থাপনায় এসময় আলোচনা পেশ করেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, নিশিন্তপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর আহমদ আজাদ, সাচার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হেদায়েত উল্লাহসহ আরো অনেকে।

এসময় দরবার শরীফের মুরিদীন, মুহিব্বিনসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন