কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ইফতার ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। এই সংগঠনটি দীর্ঘ বছর ধরে সামাজিক ও ধর্মীয় কাজে নিজেদের সর্বচ্ছো সহযোগীতার হাত বারিয়ে দিয়েছে। কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ সেন্ট্রাল
সংগঠনের সভাপতি এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদকঃ সাঈদ রহমান সাংগঠনীক সম্পাদক আল-আমিন এর নেতৃত্বে পরিচালিত। সংগঠনটি ৬৪ জেলায় সক্রিয় কমিটি দ্বারা পরিচালিত হয়ে এসেছে।
তার ই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পূর্ব চান্দ্রা এতিম খানায় ইফতার ও দোয়া মিলাদ মাহফিল এর আয়োজন করেছে চাঁদপুর জেলা কমিটি।
লায়ন্স ক্লাবের সহযোগীতায় কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি এই কার্যক্রমের সকল কিছুর ব্যবস্থা করেন।
জেলা কমিটির সকল সদস্যরা সহ মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার সকল ছাত্ররা মাহফিলে উপস্থিত ছিলেন।কোরআন খতম,দোয়া শেষে মুনাজাতের মাধ্যমে সংগঠনটির পরিচালক ও সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া করা হয় সকল মুসলমান উম্মাহ্ নাযাতের জন্য।