মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ -১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহামারি করোনা ভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার সুস্থ সময়ের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন রশীদ এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা র্যালিটি উপজেলা সদর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। বরাবরের মতো কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন স্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
এবারের শোভাযাত্রায় এছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা নানা রকমের মুখোশের দেখা মিলেছে।
উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন রশীদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমজাদ হোসেন,থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বি এস সি, মো. শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির,
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী,আইসিটি প্রোগ্রামার মোঃ শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, পল্লীবিদ্যুৎ শাহারাস্তি জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ -১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানে সমাপ্ত হয়।