নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ২০১৮ সালের নাশকতা মামলায় কারাগারের প্রেরণ করেছে আদালত।
রোববার (১০ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিৎ রায় চৌধুরী বলেন, ২০১৮ সালের ৭ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ চলাকালে শহরের বকুল তলা রোডে রেললাই উপরে ফেলে নাশকতার চেষ্টা করে। পরে পুলিশ বাঁধা দিলে পুলিশের উপর জেলা বিএনপির বর্তমান সভাপতি মানিক সাহেবের নেতৃত্বে বিক্ষোভকারী ককটেল বিস্ফোরণ ঘটায়। সে মামমলায় আজকে আদালতে জামিন চাইলে বিজ্ঞ জজ জামিন শুনানি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন
আসমী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লা সেলিম বলেন, জেলা বিএনপির সদস্য সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান ব্য়িক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিককে সম্পূর্ণ মিথ্যা মামলায শেখ হাসিনার নির্দেশ জেলে পাঠানো হয়েছে। এ মামলায় সকল আসামী জামিনে আছে, আমরা এ গ্রেফতারের প্রতিবাদ জানাই। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না না হলে জেলা বিএনপি বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে ও রেললাইন উপরে ফেলে। এসময় পুলিশ বাঁধা দিতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায় । পরে সদর থানা পুলিশ বাদী হয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে প্রধান আসামী করে একটি নাশকতা মামলা দায়ের করে। জিআর মামলা ৫৬১ নং-১৪ তারিখ ৭/১০/২০১৮।