আহ্বায়ক কমিটিতে চলছিল চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি মাধ্যমে নতুন নেতৃত্ব ঠিক করতে দ্বি-বাষিক সম্মেলন বা কাউন্সিল অনুষ্ঠিত হলো দীর্ঘ এক বছর পর। ২ এপ্রিল শনিবার সকাল খেকেই খন্ড খন্ড মিছিল সহকারে সম্মেলনে যোগ দিতে চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
শহরের শহর এলাকায় প্রশাসনে অনুমতি না থাকায় শহরের বাহিরে চাঁদপুর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ ও সংরক্ষিত আসনের সাবেক এমপি রাশেদা বেগম হীরা।
তাঁতীদল তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দুলাল ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা এমএ হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু।
নির্বাচনের মোট ভোটার ১ হাজার ৫১৫ জন। সভাপতি পদে ৩ জন ও সাধারন সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছে। তারা হলেন সভাপতি প্রার্থী জেলা বিএনপি শেখ ফরিদ আহমেদ মানিক প্রতীক ছাতা, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রতীক বাইসাইকেল ও সাবেক সহ সভাপতি এস এম কামাল উদ্দিন চৌধুরী প্রতীক চেয়ার নিয়ে মাঠে রয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি প্রতিদ্বন্দ্বিতা করছেন।