স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীকে আন্তর্জাতিক ইনার হুইল জেলা-৩২৮-এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের বাসায় গিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের নেতারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম, সহ-সভাপতি রওশন আক্তার ও মিতু আক্তার, সাধারণ সম্পাদক ডালিয়া খানম, সাবেক সভাপতি মুক্তা পীযূষ, তাসলিমা মুন্নী প্রমুখ।
সম্মাননা ক্রেস্ট পেয়ে ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, এই সম্মাননা শুধু আমাকে নয়, এই সম্মাননা সব মুক্তিযোদ্ধাকেই প্রকৃতপক্ষে দেওয়া হয়েছে। এ সম্মাননা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও জানানো হয়েছে, কেননা তার নির্দেশে ১৯৭১ সালে আমরা মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি।
এই সম্মাননা দেওয়ার জন্য ইনার হুইল জেলা-৩২৮, বাংলাদেশ-এর চেয়ারম্যান ইয়াসমিন আলমসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।