• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১৮ মার্চ, ২০২২

কিছু অসাধু লোক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শরীফুল ইসলাম:
কিছু অসাধু লোক দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেস্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি।

শুক্রবার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিামন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো সংস্থা কাজ করছে। এটি সাধারণ মানুষের ক্রয় মতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে। সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সম হবে।’

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি ছাড়াও সাধারণ সময়ে অনলাইন অফলাইন যাতে শিার্থীরা পড়াশোনা কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে দেশে করোনা আর ছড়াবে না। এ বিষয়টি আমাদের উপর নির্ভর করে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!