নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন এবং দেশকে পুনর্গঠন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমাতের দ্রব্যমূল্য কিছুটা উর্ধ্বগতি হয়েছে। এরজন্যে মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র কোটি মানুষের জন্য কমমূল্যে টিসিবি’র দ্রব্যসামগ্রীর ব্যবস্থা করেছেন।
ডিসি বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসলে দেশকেও ভালোবাসতে হবে। আর তা কাজের মাধ্যমে আপনাকে তা বোঝাতে হবে। আপনারা সচেতন থাকলে আমাদের কাজের অনেক সুবিধা হয়। যেখানে অন্যায় অপরাধ দেখবেন তাৎক্ষনিক প্রতিরোধ গড়ে তুলবেন। বঙ্গবন্ধুর চেতনার কথা শুধুমাত্র মুখে নয়, বাস্তবেও পরিনত করতে হবে।
অঞ্জনা খান বলেন, জেলা প্রশাসনের প থেকে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছি এবং পালনও করছি। এরজন্যে আমরা সকলের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে বীর সন্তানরা আমাদের সাথে ছিলেন। এজন্য আমি গর্ববোধ করছি।
সাংবাদিক এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. মোহম্মদ সাহাদাৎ হোসেন, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, প্রেসকাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার ও বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।
আলোচনা পূর্বে সকাল ৭টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযো সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করেন ডিসি। এ সময় তিনি পুলিশ সুপার ও আওয়ামী লীগ নেতবৃন্দসহ মেলার স্টল পরিদর্শন করেন।
সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়াম থেকে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে ৫০টি জাতীয় পতাকা নিয়ে বের হয় সুবর্ণজয়ন্তী র্যালী।
অপরদিকে সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য প্রদান করেন জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।