চাঁদপুরে হত্যার বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতার মিছিল, সড়ক অবরোধ

  • আপডেট: ০৩:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ৩৭

বিশেষ প্রতিনিধি:

হান্নান হত্যার বিচার দাবিতে চাঁদপুর শহরে নিহতের লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এর পর বিভিন্ন সড়ক প্রদণি করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

এর আগে বিােভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালীবাড়ি মোড় পর্যন্ত এলে ওসি মুহাম্মদ আবদুর রশিদ আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে বিােভকারীরা কালীবাড়ি থেকে নতুনবাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হয়।

নিহতের বোনের জামাতা রুবেল ও চাচাতো ভাই আল-আমিনসহ পরিবারের সদস্যরা জানান, আমরা হান্নানের স্ত্রী হীরা ও শ্যালক শাওনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা নিখোঁজ ডায়েরি করার পর চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামানকে বেনাপোল যেতে কয়েকবার অনুরোধ করি। এ ছাড়া হান্নানের লাশ আনার সময়ও তাকে যাওয়ার জন্য বলা হয়। আমরা এসআই রাশেদের প্রত্যাহার ও শাস্তি কামনা করছি। এ ছাড়া তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিােভকারীদের আশ্বস্ত করা হয়েছে।

প্রসঙ্গত শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ হন হান্নান মৃধা (৩৭) নামে ব্যবসায়ী। ১৩ দিন পর যশোরের বেনাপোল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধাবাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি দোকান রয়েছে।

১৩ মার্চ সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের লাশ মাটিতে পা লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ১৫ মার্চ রাতে বেনাপোল থেকে হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চাঁদপুর নিয়ে আসা হয়। এর আগে বেনাপোলে হান্নানের লাশ পাওয়ার খবর শুনে স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিােভ ও মানববন্ধন করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

“ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন”

চাঁদপুরে হত্যার বিচারের দাবীতে লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতার মিছিল, সড়ক অবরোধ

আপডেট: ০৩:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

বিশেষ প্রতিনিধি:

হান্নান হত্যার বিচার দাবিতে চাঁদপুর শহরে নিহতের লাশ নিয়ে মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এর পর বিভিন্ন সড়ক প্রদণি করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

এর আগে বিােভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালীবাড়ি মোড় পর্যন্ত এলে ওসি মুহাম্মদ আবদুর রশিদ আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে বিােভকারীরা কালীবাড়ি থেকে নতুনবাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হয়।

নিহতের বোনের জামাতা রুবেল ও চাচাতো ভাই আল-আমিনসহ পরিবারের সদস্যরা জানান, আমরা হান্নানের স্ত্রী হীরা ও শ্যালক শাওনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা নিখোঁজ ডায়েরি করার পর চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামানকে বেনাপোল যেতে কয়েকবার অনুরোধ করি। এ ছাড়া হান্নানের লাশ আনার সময়ও তাকে যাওয়ার জন্য বলা হয়। আমরা এসআই রাশেদের প্রত্যাহার ও শাস্তি কামনা করছি। এ ছাড়া তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিােভকারীদের আশ্বস্ত করা হয়েছে।

প্রসঙ্গত শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ হন হান্নান মৃধা (৩৭) নামে ব্যবসায়ী। ১৩ দিন পর যশোরের বেনাপোল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধাবাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তার একটি দোকান রয়েছে।

১৩ মার্চ সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের লাশ মাটিতে পা লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ১৫ মার্চ রাতে বেনাপোল থেকে হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চাঁদপুর নিয়ে আসা হয়। এর আগে বেনাপোলে হান্নানের লাশ পাওয়ার খবর শুনে স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিােভ ও মানববন্ধন করে।