মাহমুদউল্লাহর ইমামতিতে মাঠে টাইগারদের নামাজ আদায়

  • আপডেট: ০৭:১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
  • ৬৮

অনলাইন ডেস্ক:

ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। তারই জের ধরে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সেখানে অনুশীলন পর্ব সারছেন টাইগাররা। শুক্রবার পবিত্র জুমার দিনে অনুশীলনের ফাঁকে মাঠেই মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ আদায় করেন তারা।

নিজেদের নামাজরত অবস্থার ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড করেছেন তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাঠে নামাজ পড়লাম।’
ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। এখন সেটি মুগ্ধতা ছড়াচ্ছে। টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে এটিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ছবি বলে আখ্যায়িত করছেন।

৩০ মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২ জুন। ওই দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা।

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী’র সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম

মাহমুদউল্লাহর ইমামতিতে মাঠে টাইগারদের নামাজ আদায়

আপডেট: ০৭:১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯

অনলাইন ডেস্ক:

ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। তারই জের ধরে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সেখানে অনুশীলন পর্ব সারছেন টাইগাররা। শুক্রবার পবিত্র জুমার দিনে অনুশীলনের ফাঁকে মাঠেই মাহমুদউল্লাহ রিয়াদের ইমামতিতে নামাজ আদায় করেন তারা।

নিজেদের নামাজরত অবস্থার ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপলোড করেছেন তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাঠে নামাজ পড়লাম।’
ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। এখন সেটি মুগ্ধতা ছড়াচ্ছে। টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে এটিকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ছবি বলে আখ্যায়িত করছেন।

৩০ মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২ জুন। ওই দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা।