কচুয়া প্রতিনিধি:
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি দিন ঘনিয়ে আসায় এসব ইউনিয়নে জমে উঠেছে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা। উপজেলা জুড়ে প্রার্থীদের পোস্টারে ও স্টিকারে ছেয়ে গেছে নির্বাচনী এসব এলাকা। তবে এ ক্ষেত্রে মানা হচ্ছেনা নির্বাচন অফিসের দেওয়া বিধি নিষেধ। এমনকি বিধি নিষেধ প্রয়োগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের তৎপরতা চোখে পড়েনি।
সরজমিনে দেখা যায়, প্রচার-প্রচারণায় উপজেলা ৯নং কড়ইয়া ইউনিয়নের সংরক্ষিত (২) ৪,৫ ও ৬ ওয়ার্ডে মহিলা ইউপি সদস্য পদে প্রার্থী রৌশন আরা বেগম কলম প্রতীক ও তানিয়া বেগম হেলিকপ্টার প্রতীক প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় মানতে দেখা যায়নি বিধি নিষেধ। কৈহলথুরী উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল, নলুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল, বিদ্যালয়ের প্রধান গেইট, নলুয়া স্বাস্থ্য কমপ্লেক্স দেওয়াল,বিভিন্ন স্থানে কলম ও হেলিকপ্টার মার্কার পোস্টার ও স্টিকার লাগানো হয়েছে।
এ বিষয়ে ৯নং কড়ইয়া ইউনিয়নের সংরক্ষিত (২) ৪,৫ ও ৬ ওয়ার্ডে মহিলা ইউপি সদস্য পদে তানিয়া বেগম হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জানান, ভুল করে ফেলছি। আমার কর্মীরা পোষ্টারগুলো ভুলে লাগানো হয়েছে। আমি দেখিনি। দ্রুতই এগুলো উঠিয়ে ফেলার ব্যবস্থা করবো।
এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা যে দিন প্রতীক দিয়েছি। সেদিন প্রার্থীদের আচরণবিধির বই দিয়েছি। আমি উপজেলার ৯টি ইউনিয়নের পর্যবেক্ষণে রয়েছি। আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পেলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।