অদ্য ০২/০৬/২০২০ সন্ধা ৬টায় চাঁদপুর সদর হাসপাতালের RMO ডাঃ রুবেল সাহেব ফোন দিয়ে অবগত করেন যে, চাঁদপুর সদর হাসপাতালের আইশোলেশন ওয়াডে সমির চন্দ্র দাশ নামে একজন হিন্দু ভাই মারাগেছে। শ্মশান পর্যন্ত নেওয়ার জন্য কেউ এগিয়ে আসছেনা!
মাওঃ আনোয়ার সাহেব সদর হাসপাতালে গিয়ে বিষয়টি অবগত হয়ে, আমাকে ফোন দিলেন। বললেন যে,ভাই লাশ হিন্দু এখন কি করবো?
বললাম অবশ্যই এ ক্ষেত্রেও তাদের কাজে সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু লাশ ধরতে সবাই ভয় পাচ্ছে, সেহেতু শ্মশান পর্যন্ত নিয়ে হলেও তাদের স্বজনদের সহযোগিতা করতে হবে।
মাত্র এক ঘণ্টা আগে, মাওঃ ইয়াছিন রাশেদসানীর নেতৃত্বে এবং মাওঃ আনোয়ার আল নোমানের সার্বিক দিকনির্দেশনায় একজন মহিলার লাশ দাফন শেষ হয়। এ দিকে আমিও ছয় সদস্য বিশিষ্ট টিম নিয়ে চাঁদপুর সদর বালিয়া ইউনিয়নে, আঃ রহিম কবিরাজ নামে এক ভাইয়ের লাশ দাফন করে এসে দাঁড়ালাম, সাথে সাথেই আবার এ খবর!
ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু ইসলাম, দেশ,মানবতার কল্যানে,একটি গণমুখী সংগঠন, সে হিসাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।।
পূনরায় ঐ টিমের সদস্যগনই হিন্দু ভাই এর লাশ, আইশোলেশন ওয়ার্ড থেকে নামিয়ে লাশবাহী গাড়ি যোগে, ইচলী শ্মশান পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। পরে হিন্দু ভাইরা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী লাশ সৎকার করে।
এ সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন কেরছেন:টিম প্রধান, মাওঃ ইয়াছিন রাশেদসানী , সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা। উপস্থিত ছিলেন, মাওঃ আনোয়ার আল নোমান সাংগঠনিক সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা।মাওঃ হেলাল আহমাদ সভাপতি ,ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা।মাওলানা মাহদী হাসান,মুহা শাহিন খান,মাও ইমরান।
ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে, দেশের এ ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে যারা এ সু-মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন আল্লাহ্ তাদের দুনিয়া, আখেরাতে উত্তম জাজায়ে খায়ের দান করুণ।।
মৃতের ঠিকানাঃ
সমির চন্দ্র দাস ৪৫
পিতামৃত বিরশ্বর চন্দ্র দাস
গ্রাম কমলা পুর,উত্তর আলগী ইউনিয়ন,
হাইমচর, চাঁদপুর।
✍শেখ মোঃ জয়নাল আবদিন