সজীব খানঃ
বর্তমান বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মিজি তার ব্যাক্তিগত উদ্যােগে ইউনিয়নের অসহায় ও দুস্থ্য
৫শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন। শুক্রবার তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরন করেন।
এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতার স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমি সব সময় দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী , মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আওয়ামীলীগ পরিবারকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার বিতরনের সিদ্ধান্ত নিয়েছি। জনসমাগম এড়ানোর জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসাধারনের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। ভবিষৎতে ও ধারা অব্যাহত থাকবে।
উপহার সামগ্রী গুলো হলো চাউল, ডাল, তেল, লবন, আলু, সেমাই, পেয়াজ, চিনি বিতরন করেন। উল্লেখ্য তাজুল ইসলাম মিজি করোনা প্রতিরোধে এ জনবান্ধব চেয়ারম্যান ত্রান বিতরনের পাশা পাশি জনসচেতনতা মূলক প্রচরনা অব্যাহত রেখেছেন।