বিশেষ প্রতিনিধি॥
চাঁদপুরে করোনা ভাইরাসে আরো ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন ৭জনসহ জেলায় সংখ্যা দাঁড়িয়েছে ১১৮জন।
শনিবার (২৩ মে) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে রিপোর্ট এসেছে ৪৭ জনের। এর মধ্যে পজিটিভ ৭জন এবং বাকী ৪০ জনের রিপোর্ট নেগেটিভ।
আক্রান্ত ৭ জনের মধ্যে চাঁদপুর সদরে (শহর এলাকার) ৪জন, কচুয়া উপজেলায় ২জন, ফরিদগঞ্জ উপজেলায় ১জন।
কচুয়া আক্রান্ত ব্যাক্তি পুলিশ সদস্য। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, জেলায় এই পর্যন্ত নেগেটিভ রিপোর্ট ১ হাজার ৬৭ জনের। এই পর্যন্ত আক্রান্ত রোগী সংখ্যা ১১৮জন। মৃত্যুবরণ করেছেন ১১জন। সুস্থ্য হয়েছে ২১ জন। আইসোলেশন ইউনিট ও হোম আইসোলেশনে চিকিৎসা নিয়েছে ৮০জন। শুধুমাত্র আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিয়েছে ৬২জন। ছাড়প্রাপ্ত হয়েছে ৫৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৮জন।
সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, শুক্রবার জেলার মোট ৪৭জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭জন পজেটিভ। আর বাকী ৪০জনের রিপোর্ট করোনা নেগেটিভ। চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১১৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬৬, ফরিদগঞ্জে ১৫, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৭, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২জন।
চাঁদপুর জেলা সদর ও উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যাক্তির সংখ্যা ৩৬৬৩জন। ছাড়প্রাপ্ত হয়েছেন ৩৬১৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৫জন।