স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সমাজ কল্যানের সভাপতি, তরুন সমাজ সেবক মোঃ আব্বাস মল্লিক শাহমাহমুদপুর ইউনিয়নের সকল মুক্তিযুদ্ধা, মুক্তিযুদ্ধাদের পরিবার, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার অভিনন্দন বার্তায় বলেন পবিত্র ঈদ আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ- পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদের পবিত্রতাকে কাজে লাগিয়ে মানুষ অতীতের সকল দু:খ কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহন ও প্রসার করার সুযোগ পায়। এদেশে এখানো অসংখ্য অসহায় দুস্থ গরীব বঞ্চিত মানুষ আছে যারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত। একই সাথে ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিয়ে সমতা ও সহমর্মিতা প্রতিষ্ঠারও শিক্ষাও দেয়।ধনী-গরিবের ব্যবধান বা সকল বিভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মাহকে সামনের দিকে নিয়ে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করায় হোক আমাদের কামনা।
এলাকা সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
“ঈদ মোবারক”