হাজীগঞ্জ-শাহরাস্তি ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ সাংসদ মেজর রফিকের

  • আপডেট: ১০:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • ২৫

হাজীগঞ্জ, ১৯ মে, মঙ্গলবার:

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন অত্র এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাজীগঞ্জ ও শাহরস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করে দুই উপজেলার ইউপি চেয়ারম্যান ও মেয়রদের মাইকিং করে জনগণকে সচেতন করার নির্দেশনা প্রদান করেন।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিবাসির জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন সবসময় নিবেদিত। সাথে আমাদের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা সহযোগিতা করছেন। বুধবার ভয়াবহ ঘুণিঝড় আম্ফান বাংলাদেশে আঘাত হানতে পারে এর মধ্যেই যাদের ঘরবাড়ী দূর্বল তাদেরকে আশ্রয় কেন্দ্রে অবশ্যই যেতে হবে।

তিনি বলেন, দু’উপজেলার প্রশাসনিক কর্মকর্তার সাথে আমার প্রতি দিনই কথা হচ্ছে। আমরা ঘুর্ণিঝড় থেকে রক্ষায় আল্লাহর দরবারে দোয়া করবো। পাশা-পাশি সবাই সাবধান থাকবো। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে।

মুঠোফোনের মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি স্যারের নির্দেশনা পেয়ে হাজীগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে ঘূর্ণিঝড় “আম্ফান” ক্ষয়ক্ষতি এড়াতে এলাকায় মাইকিং করে জনগণকে সচেতন করার নির্দেশ দেয়া হয়েছে। পাশা-পাশি যেসব বাড়ী ঘর দূর্বল তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কানিজ ফাতেমা সোনালী।

একইভাবে শাহরস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতারও সকল ইউপি চেয়ারম্যানকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জ-শাহরাস্তি ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ সাংসদ মেজর রফিকের

আপডেট: ১০:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০

হাজীগঞ্জ, ১৯ মে, মঙ্গলবার:

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন অত্র এলাকার সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাজীগঞ্জ ও শাহরস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করে দুই উপজেলার ইউপি চেয়ারম্যান ও মেয়রদের মাইকিং করে জনগণকে সচেতন করার নির্দেশনা প্রদান করেন।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিবাসির জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসন সবসময় নিবেদিত। সাথে আমাদের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা সহযোগিতা করছেন। বুধবার ভয়াবহ ঘুণিঝড় আম্ফান বাংলাদেশে আঘাত হানতে পারে এর মধ্যেই যাদের ঘরবাড়ী দূর্বল তাদেরকে আশ্রয় কেন্দ্রে অবশ্যই যেতে হবে।

তিনি বলেন, দু’উপজেলার প্রশাসনিক কর্মকর্তার সাথে আমার প্রতি দিনই কথা হচ্ছে। আমরা ঘুর্ণিঝড় থেকে রক্ষায় আল্লাহর দরবারে দোয়া করবো। পাশা-পাশি সবাই সাবধান থাকবো। প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে।

মুঠোফোনের মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি স্যারের নির্দেশনা পেয়ে হাজীগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে ঘূর্ণিঝড় “আম্ফান” ক্ষয়ক্ষতি এড়াতে এলাকায় মাইকিং করে জনগণকে সচেতন করার নির্দেশ দেয়া হয়েছে। পাশা-পাশি যেসব বাড়ী ঘর দূর্বল তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কানিজ ফাতেমা সোনালী।

একইভাবে শাহরস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতারও সকল ইউপি চেয়ারম্যানকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।