হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ৯ হাজার পরিবারের মাঝে রফিকুল ইসলাম এমপির খাদ্য উপহার প্রদান অব্যাহত

  • আপডেট: ০৪:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • ৩০

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তির ৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

হাজীগঞ্জ, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার:

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ৯ হাজার কর্মহীন, দরিদ্র  পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের এই সাংস সদসেদ্যর ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব ত্রাণ তহবিল ও দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রতিটি পরিবারের তালিকা করে এই খাদ্য উপহার পৌঁছে দিচ্ছেন।

২৩ এপ্রিল বুধবার সকার ১০ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল (পূর্ব) ও ৭নং বড়কুল (পঃ) ও শাহরাস্তির চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নে খাদ্য উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

এ সময় টেলি কনফারেন্সেসের মাধ্যমে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। দেশের সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই অবস্থায় অসহায় নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের দুঃখ- দুর্দশা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার প্রতিটি গ্রাম-গঞ্জে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করছে। পাশাপাশি সরকার আমাদেরকেও যার যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ১৯৯৮ সালের বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমি যেমনিভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আপনাদের পাশে ছিলাম এবারও আমার সাধ্যমত আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলার ৯ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তার ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে যাবে।

রফিকুল ইসলাম আরও বলেন, আপনারা মনোবল হারাবেন না, ধৈর্য ধারণ করুন এবং সচেতন থাকুন। সরকারের নির্দেশনা মেলে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। আপনারা সরকারের উপর আস্থা রাখুন এবং সরকারের সকল নির্দেশনা মেনে চলুন।

ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এনায়েত কবির ইসহাক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান। হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ২১ সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে একটি আর্থিক ফান্ড গঠন করেন। ওই ফান্ডে আওয়ামী লীগের ত্যাগী, সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এমপির ব্যক্তিগত অর্থসহ ১ কোটি টাকা প্রদান করা হয়। এই ফান্ড থেকেই চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৯ হাজার পরিবারের মাঝে ১৭ কেজি পরিমাণের খাদ্যসামগ্রী দেয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ৯ হাজার পরিবারের মাঝে রফিকুল ইসলাম এমপির খাদ্য উপহার প্রদান অব্যাহত

আপডেট: ০৪:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

হাজীগঞ্জ, ২৩ এপ্রিল, বৃহস্পতিবার:

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ৯ হাজার কর্মহীন, দরিদ্র  পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের এই সাংস সদসেদ্যর ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব ত্রাণ তহবিল ও দলীয় নেতা-কর্মীদের সহযোগিতায় তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রতিটি পরিবারের তালিকা করে এই খাদ্য উপহার পৌঁছে দিচ্ছেন।

২৩ এপ্রিল বুধবার সকার ১০ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল (পূর্ব) ও ৭নং বড়কুল (পঃ) ও শাহরাস্তির চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নে খাদ্য উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।

এ সময় টেলি কনফারেন্সেসের মাধ্যমে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। দেশের সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই অবস্থায় অসহায় নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের দুঃখ- দুর্দশা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার প্রতিটি গ্রাম-গঞ্জে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করছে। পাশাপাশি সরকার আমাদেরকেও যার যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ১৯৯৮ সালের বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমি যেমনিভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আপনাদের পাশে ছিলাম এবারও আমার সাধ্যমত আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলার ৯ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তার ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে যাবে।

রফিকুল ইসলাম আরও বলেন, আপনারা মনোবল হারাবেন না, ধৈর্য ধারণ করুন এবং সচেতন থাকুন। সরকারের নির্দেশনা মেলে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। আপনারা সরকারের উপর আস্থা রাখুন এবং সরকারের সকল নির্দেশনা মেনে চলুন।

ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এনায়েত কবির ইসহাক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান। হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মেজর (অব.) রফিকুল ইসলাম এমপি হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ২১ সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে একটি আর্থিক ফান্ড গঠন করেন। ওই ফান্ডে আওয়ামী লীগের ত্যাগী, সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এমপির ব্যক্তিগত অর্থসহ ১ কোটি টাকা প্রদান করা হয়। এই ফান্ড থেকেই চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৯ হাজার পরিবারের মাঝে ১৭ কেজি পরিমাণের খাদ্যসামগ্রী দেয়া হবে।