মঙ্গলবার থেকে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে রফিকুল ইসলাম বীরউত্তম এমপির ত্রাণ বিতরণ শুরু

  • আপডেট: ০৫:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
  • ৩৬

হাজীগঞ্জে উঠান বৈঠকে মহিলাদের কথা শুনছেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি-ফাইল ফটে।

হাজীগঞ্জ, ২০ এপ্রিল, সোমবার:
মঙ্গলবার থেকে চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় দশ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান শুরু করা হবে।

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে এক যুগে এ ত্রাণ বিতরণ চলবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, লবন, তেল, সাবান, ব্লিসিন পাউডারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

আরো পড়ুন: মঙ্গলবার থেকে হাজীগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় শুরু

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি জানান, করোনা ভাইরাস সৃষ্ট সংকটের কারণে সারাদেশে কার্যত লকডাউন চলছে। এ সময় খেটে খাওয়া, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ী চালক, ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পাঠ বন্ধ রয়েছে। স্ত্রী সন্তান নিয়ে তারা বিপাকে পড়েছে। সেইসব সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি।

তিনি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সরকারিভাবে ত্রাণ প্রদান করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সেই ত্রাণ বিতরণ মনিটরিং করছি। পাশা-পাশি আমি নিজে আমার দায়িত্ব থেকে এলাকাবাসির জন্য সহযোগিতা করছি।

আরো পড়ুন:ডাক্তার-নার্সদের জন্য আবাসিক হোটেল-ভবন অধিগ্রহণের নির্দেশ স্বাস্থ্য সেবা বিভাগের

উল্লেখ্য, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি হাজীগঞ্জ ও শাহরাস্তির বুয়েট, চুয়েট, ঢাবি, খুবি চবিসহ মেডিকেলে পড়–য়া কয়েকজন শিক্ষার্থীর পড়া-লেখার দায়িত্ব নিয়েছেন। এছাড়াও তিনি এ দু উপজেলার বেশ কয়েকজন অসুস্থ্য রোগীর চিকিৎসার দায়িত্বভার এককভাবে গ্রহণ করেছেন। সরকারি বরাদ্ধের বাহিরেও মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ব্যক্তিগতভাবে হাজীগঞ্জ-শাহরাস্তির অনেক গৃহহীণ পরিবারকে জায়গা কিনে বাড়ীসহ ঘর করে দিয়েছেন।

Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

মঙ্গলবার থেকে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে রফিকুল ইসলাম বীরউত্তম এমপির ত্রাণ বিতরণ শুরু

আপডেট: ০৫:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০

হাজীগঞ্জ, ২০ এপ্রিল, সোমবার:
মঙ্গলবার থেকে চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় দশ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান শুরু করা হবে।

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে এক যুগে এ ত্রাণ বিতরণ চলবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, লবন, তেল, সাবান, ব্লিসিন পাউডারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

আরো পড়ুন: মঙ্গলবার থেকে হাজীগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় শুরু

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি জানান, করোনা ভাইরাস সৃষ্ট সংকটের কারণে সারাদেশে কার্যত লকডাউন চলছে। এ সময় খেটে খাওয়া, রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ী চালক, ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পাঠ বন্ধ রয়েছে। স্ত্রী সন্তান নিয়ে তারা বিপাকে পড়েছে। সেইসব সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি।

তিনি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সরকারিভাবে ত্রাণ প্রদান করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সেই ত্রাণ বিতরণ মনিটরিং করছি। পাশা-পাশি আমি নিজে আমার দায়িত্ব থেকে এলাকাবাসির জন্য সহযোগিতা করছি।

আরো পড়ুন:ডাক্তার-নার্সদের জন্য আবাসিক হোটেল-ভবন অধিগ্রহণের নির্দেশ স্বাস্থ্য সেবা বিভাগের

উল্লেখ্য, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি হাজীগঞ্জ ও শাহরাস্তির বুয়েট, চুয়েট, ঢাবি, খুবি চবিসহ মেডিকেলে পড়–য়া কয়েকজন শিক্ষার্থীর পড়া-লেখার দায়িত্ব নিয়েছেন। এছাড়াও তিনি এ দু উপজেলার বেশ কয়েকজন অসুস্থ্য রোগীর চিকিৎসার দায়িত্বভার এককভাবে গ্রহণ করেছেন। সরকারি বরাদ্ধের বাহিরেও মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি ব্যক্তিগতভাবে হাজীগঞ্জ-শাহরাস্তির অনেক গৃহহীণ পরিবারকে জায়গা কিনে বাড়ীসহ ঘর করে দিয়েছেন।