বিএসএমএমইউ’র অধ্যাপক করোনা আক্রান্ত, কয়েকজন ডাক্তারকে পাঠানো হয়েছে আইসোলেশনে

  • আপডেট: ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • ৩৩

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও একটি বিভাগের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নতুনেরকথাকে নিশ্চিত করেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে বুধবার ওই অধ্যাপকের করোনাভাইরাস ধরা পড়ে।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি (ওই অধ্যাপক) আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতিমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।’

হাসপাতালটি লকডাউন নিয়ে তিনি বলেন, ‘এখানে তো রোগী রয়েছে।আমাদের পলিসি হচ্ছে—তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করব।’

উপাচার্য বড়ুয়া বলেন, ‘তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত ২৪ মার্চ, তাতে করে ১৪ দিনের বেশি হয়ে গেছে।’

তবে এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

বিএসএমএমইউ’র অধ্যাপক করোনা আক্রান্ত, কয়েকজন ডাক্তারকে পাঠানো হয়েছে আইসোলেশনে

আপডেট: ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও একটি বিভাগের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নতুনেরকথাকে নিশ্চিত করেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে বুধবার ওই অধ্যাপকের করোনাভাইরাস ধরা পড়ে।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি (ওই অধ্যাপক) আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতিমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।’

হাসপাতালটি লকডাউন নিয়ে তিনি বলেন, ‘এখানে তো রোগী রয়েছে।আমাদের পলিসি হচ্ছে—তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করব।’

উপাচার্য বড়ুয়া বলেন, ‘তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত ২৪ মার্চ, তাতে করে ১৪ দিনের বেশি হয়ে গেছে।’

তবে এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।