দেশে ২৪ ঘন্টায় করোনা রোগী সনাক্ত হয়নি

  • আপডেট: ০৬:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
  • ২৯

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘন্টায় (অর্থাৎ শনিবার ১২ থেকে রবিবার ১২টা পর্যন্ত) কোন করোনা রোগী আক্রান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনাভাইরাস নিয়ে দেশের সর্বশেষ পরিস্থিতি জানাতে রবিবার বেলা সোয়া ১১টায় অনলাইন লাইভ ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কাউকে কোভিড পজেটিভ পাওয়া যায়নি।  কাজেই আক্রান্ত সংখ্যা আগের মতোই ৪৮ জনে রয়েছে। সুস্থ্য হয়েছে ১৫জন।

তিনি বলেন, সামাজিক বিচ্ছিন্নকরণের ৪র্থ দিন চলছে। জনগণের স্বাস্থ্য নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে। আপনারা ঘরের বাইরে যাবেন না, ভেতরেই থাকবেন। আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের এ ব্যাপারে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। রোগের বিস্তারকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে প্রস্তুতি ও পদক্ষেপ নেয়া হয়েছে।

এই অধ্যাপক বলেন, রোগের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষার বিষয়টি প্রসারিত করার কথা জানিয়েছে। এরমধ্যে সেই পদক্ষেপ নেয়া হয়েছে। চট্রগ্রামে করোনা পরীক্ষা চালু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সমন্বয়ক আর জামায়াতের কারণে ইউনুছ সরকার ব্যর্থ হবে-ইঞ্জি. মমিনুল হক

দেশে ২৪ ঘন্টায় করোনা রোগী সনাক্ত হয়নি

আপডেট: ০৬:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘন্টায় (অর্থাৎ শনিবার ১২ থেকে রবিবার ১২টা পর্যন্ত) কোন করোনা রোগী আক্রান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

করোনাভাইরাস নিয়ে দেশের সর্বশেষ পরিস্থিতি জানাতে রবিবার বেলা সোয়া ১১টায় অনলাইন লাইভ ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কাউকে কোভিড পজেটিভ পাওয়া যায়নি।  কাজেই আক্রান্ত সংখ্যা আগের মতোই ৪৮ জনে রয়েছে। সুস্থ্য হয়েছে ১৫জন।

তিনি বলেন, সামাজিক বিচ্ছিন্নকরণের ৪র্থ দিন চলছে। জনগণের স্বাস্থ্য নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে। আপনারা ঘরের বাইরে যাবেন না, ভেতরেই থাকবেন। আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের এ ব্যাপারে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। রোগের বিস্তারকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে প্রস্তুতি ও পদক্ষেপ নেয়া হয়েছে।

এই অধ্যাপক বলেন, রোগের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষার বিষয়টি প্রসারিত করার কথা জানিয়েছে। এরমধ্যে সেই পদক্ষেপ নেয়া হয়েছে। চট্রগ্রামে করোনা পরীক্ষা চালু হয়েছে।