কেউ মানছে না আইন
ঢাকা থেকে দলে দলে ছুটছে মানুষ নাড়ীর টানে
  • আপডেট: ১২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ২৬

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণ  বাসায় থাকার জন্য ছুটি দেওয়া হয়েছে, উৎসব করার জন্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ  কায়কাউস।

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে যারা সরকারি নির্দেশ উপেক্ষা করে ঘোষিত ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন ও বাসা থেকে বের হচ্ছেন তাদের সর্তক করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ কথা বলেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। পরিষ্কার করে বলতে চাই, এই ছুটি ভোগ করার মানে হচ্ছে- ছুটি উৎসব করার জন্য নয়, করোনা প্রতিরোধ করার জন্য। এটি কোনো উৎসব ভোগের জন্য দেওয়া হয়নি।

৩টায় মাওয়া ফেরিঘাট থেকে তোলা ছবি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র যার যার ঘরে থাকুন করোনা ভাইরাস প্রতিরোধ করুন। এ জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে-এর মানে হচ্ছে এই ছুটির মধ্যে সব কর্মকর্তা, কর্মচারী সবাই বাসায় থাকবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সব কর্মকর্তা-কর্মচারী ছুটিকালীন বাসায় থাকবেন। একইভাবে বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও একই ভাবে আহ্বান জানাচ্ছি।

অতীব প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না যেতে এবং জরুরি প্রয়োজনে যদি যেতে হয় তাহলে স্যানিটাইজেশন ও সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেই যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কেউ মানছে না আইন
ঢাকা থেকে দলে দলে ছুটছে মানুষ নাড়ীর টানে
আপডেট: ১২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণ  বাসায় থাকার জন্য ছুটি দেওয়া হয়েছে, উৎসব করার জন্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ  কায়কাউস।

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে যারা সরকারি নির্দেশ উপেক্ষা করে ঘোষিত ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন ও বাসা থেকে বের হচ্ছেন তাদের সর্তক করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ কথা বলেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। পরিষ্কার করে বলতে চাই, এই ছুটি ভোগ করার মানে হচ্ছে- ছুটি উৎসব করার জন্য নয়, করোনা প্রতিরোধ করার জন্য। এটি কোনো উৎসব ভোগের জন্য দেওয়া হয়নি।

৩টায় মাওয়া ফেরিঘাট থেকে তোলা ছবি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র যার যার ঘরে থাকুন করোনা ভাইরাস প্রতিরোধ করুন। এ জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে-এর মানে হচ্ছে এই ছুটির মধ্যে সব কর্মকর্তা, কর্মচারী সবাই বাসায় থাকবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সব কর্মকর্তা-কর্মচারী ছুটিকালীন বাসায় থাকবেন। একইভাবে বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও একই ভাবে আহ্বান জানাচ্ছি।

অতীব প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না যেতে এবং জরুরি প্রয়োজনে যদি যেতে হয় তাহলে স্যানিটাইজেশন ও সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেই যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।