ধিক্কার তোমায় হে বাঙালি!

  • আপডেট: ১২:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ৩৫

নাজমুস্ সা’দাত সাইফঃ

করোনাভাইরাসের জন্য পুরো পৃথিবী আজ থমকে রয়েছে। সবচেয়ে ক্ষক্ষমতাসীন দেশ থেকে নিম্নআয়ের দেশগুলো আজ এই বিপর্যের সম্মুখীন। বাদ যায়নি বাংলাদেশও। হুমকিতে রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫শ ৭০ বর্গকিলোমিটারের প্রায় ১৮ কোটি বাঙালি। তবে সেই চিন্তা আছে কয়জনের?

উন্নয়নশীল দেশের তালিকায় থাকলেও সম্পূর্ণ উন্নত দেশ নয় বাংলাদেশ। কৃষিপ্রধান এই দেশের ৬০% বাঙালিই খেটে খাওয়া মানুষ। জনসংখ্যার সর্বোচ্চ জায়গা দখল করে রেখে এই দিনমজুর শ্রেনীর মানুষরা। আজ বিশ্বের এই বিপদের সময় অধিকাংশ দেশ তাদের জনগনকে সুরক্ষিত রাখার জন্য সকল কিছু স্থগিত করে রেখেছে, সকলকে গৃহবন্দী থাকার জন্য নির্দেশ দিয়েছে।এককথায় “লক ডাউন” করে রেখেছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেরও সুশীল সমাজের দাবী দেশকে “লক ডাউন ” হউক। তবে একজনও এটা ভাবছে না, আমরা না হয় ১ মাসের বাজার একসাথে কিনে বাসায় বসে খেতে পারবো,তবে যারা দিনমজুর শ্রেনীর তাদের কি হবে!

বাঙালি নামধারী কিছু লোভী ও নরপিশাচ আছে, যারা দেশের এই ক্রান্তিকালে নিত্যপন্যের দাম বাড়িয়ে নিজেদের পকেট বাড়ি করছে!! হায়রে বাঙালি – ধিক জানাই তোমাকে। যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের দৈনন্দিন জীবনের সুখ এনে দিচ্ছে,আর বিপদের সময় তাদের কথা একটুও ভাবলে না? বিবেক তুমি কবে সাড়া দিবে, কবে এই জাতি অন্যের ভালোর জন্য চিন্তা করবে? কবে আবার সকলের মধ্যে বাঙালি-বাঙালি, ভাই-ভাই এই সম্প্রীতিটা ফিরে আসবে?

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

ধিক্কার তোমায় হে বাঙালি!

আপডেট: ১২:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০

নাজমুস্ সা’দাত সাইফঃ

করোনাভাইরাসের জন্য পুরো পৃথিবী আজ থমকে রয়েছে। সবচেয়ে ক্ষক্ষমতাসীন দেশ থেকে নিম্নআয়ের দেশগুলো আজ এই বিপর্যের সম্মুখীন। বাদ যায়নি বাংলাদেশও। হুমকিতে রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫শ ৭০ বর্গকিলোমিটারের প্রায় ১৮ কোটি বাঙালি। তবে সেই চিন্তা আছে কয়জনের?

উন্নয়নশীল দেশের তালিকায় থাকলেও সম্পূর্ণ উন্নত দেশ নয় বাংলাদেশ। কৃষিপ্রধান এই দেশের ৬০% বাঙালিই খেটে খাওয়া মানুষ। জনসংখ্যার সর্বোচ্চ জায়গা দখল করে রেখে এই দিনমজুর শ্রেনীর মানুষরা। আজ বিশ্বের এই বিপদের সময় অধিকাংশ দেশ তাদের জনগনকে সুরক্ষিত রাখার জন্য সকল কিছু স্থগিত করে রেখেছে, সকলকে গৃহবন্দী থাকার জন্য নির্দেশ দিয়েছে।এককথায় “লক ডাউন” করে রেখেছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেরও সুশীল সমাজের দাবী দেশকে “লক ডাউন ” হউক। তবে একজনও এটা ভাবছে না, আমরা না হয় ১ মাসের বাজার একসাথে কিনে বাসায় বসে খেতে পারবো,তবে যারা দিনমজুর শ্রেনীর তাদের কি হবে!

বাঙালি নামধারী কিছু লোভী ও নরপিশাচ আছে, যারা দেশের এই ক্রান্তিকালে নিত্যপন্যের দাম বাড়িয়ে নিজেদের পকেট বাড়ি করছে!! হায়রে বাঙালি – ধিক জানাই তোমাকে। যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের দৈনন্দিন জীবনের সুখ এনে দিচ্ছে,আর বিপদের সময় তাদের কথা একটুও ভাবলে না? বিবেক তুমি কবে সাড়া দিবে, কবে এই জাতি অন্যের ভালোর জন্য চিন্তা করবে? কবে আবার সকলের মধ্যে বাঙালি-বাঙালি, ভাই-ভাই এই সম্প্রীতিটা ফিরে আসবে?