মো. মহিউদ্দিন আল আজাদ:
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির একটি ছোট্র ঘরে স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন লেকু বেগম।
গত ১১ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে সহায়সম্বল হারিয়ে সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন লেকু বেগম। ১২ মার্চ তার কান্নার ছবি একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত হয়।
এ অসহায় ও নিঃশ্ব পরিবরের পাশে দাঁড়িয়েছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। তিনি লেকু বেগমের পরিবারকে খুঁজে বের করে আর্থিক সহায়তা দিয়েছেন।
গত বুধবার (১৯ মার্চ) স্বামী মো. কাশেম ও সন্তানদের নিয়ে রাজধানীর গুলশানে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির বাসায় যান লেকু বেগম। এ সময় মেজর অব. বীরউত্তম এমপি জানান, অসহায় এই পরিবারটির জন্য গ্রামের বাড়ী ভোলায় তিনি ঘর বানিয়ে দেয়ার ব্যবস্থা করবেন।