• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২০

মতলব দক্ষিণে করোনা রোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজনকে সচেতন করতে কয়েক শ লিফলেট বিতরণ করা হয়। ২০ মার্চ শুক্রবার সকালে উপজেলা সদর ও আশপাশের এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।

‘মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার’ ও ‘স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি’ নামের দুটি প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়। লিফলেটগুলোয় করোনাভাইরাসের বিস্তার রোধ, প্রতিরোধের উপায়, আক্রান্ত ব্যক্তিদের লক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ওই দুই প্রতিষ্ঠানের পরিচালক মাহফুজ মল্লিক ও আশরাফুল জাহান শাওলিন বলেন, আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস মোকাবেলায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজেদের খরচে তাঁরা এ লিফলেট ছেপে বিতরণ করছেন। সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই এটি করছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব দক্ষিণ এর আরও খবর
error: Content is protected !!