গাজী মহিনউদ্দিন:
হাজীগঞ্জ-শাহরাস্তি মানুষের গৌরব ১নং সেক্টরের, সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়কে নিয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যাপক এস.এম চিশতীর ভালোবাসার প্রকাশ “হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ ধন্য-বর্ণ মালায় মেজর রফিক অনন্য” এ শিরোনামে লিখা কবিতাটি তুলে দেন।এমপি মহোদয় ভালোবেসে কবিতাটি গ্রহণ করেন। এ সময়ে তিঁনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমার প্রতি মন থেকে নিঃস্বার্থ ভালোবাসা আছে বলেই নামের বর্ণ মালা গবেষণা করে সুন্দর ভাবে চমৎকার একটি কবিতা লিখা সম্ভব হয়েছে।
আমার প্রতি আপনার এ নিঃস্বার্থ ভালোবাসা আজীবন মনে রাখবো । উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াস মিন্টু বলেন, কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।আসলে গুণিজনরাই গুণিজনদের নিয়ে গবেষণা করেন,এ ভাবে গবেষণা করতে করতে এক দিন গবেষকই গুণিজনে পরিনত হন।আমার বিশ্বাস অধ্যাপক এস.এম.চিশতী একদিন গুণিজন হিসাবে অনেক পরিচিতি পাবেন।
এ সময়ে পাশে ছিলেন শাহরাস্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, শাহরাস্তি পৌর সভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ অসংখ্য গুণি জন । উল্লেখ্য: হাজীগঞ্জ মডেল কলেজকে সরকারি করণে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি অবদান রাখায় তাঁকে কবিতাটি উৎসর্গীকৃত করা হয়।