• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১২ জানুয়ারি, ২০২০

সোমবার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥
সোমবার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে রোববার বিকেল থেকেই নির্বাচনে ভোট গ্রহণের সরঞ্জামাদি নেয়া হয়েছে।

পুলিশ ও আনসার সদস্যরা এসব সরঞ্চামাদির সাথে নিরাপত্তার জন্য রয়েছে। রোববার বিকেল থেকেই ভোট কেন্দ্রের নিরাপত্তার জোরদার করা হয়েছে।

নির্বাচনে কাউন্সিলর পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন মো. দেলোয়ার হোসেন প্রতীক (টেলিব ল্যাম্প) ুরাদ হোসেন মিরন প্রতীক (উটপাখি), হাজী মো. কবির হোসেন প্রতীক (ডালিম)।

৮নং ওয়ার্ডে ভোটার ৩৬৪৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮৬২জন এবং মহিলা ভোটার ১৭৮৩জন। শনিবার দিনগত রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়েছে।

শপথ গ্রহণের পর মাত্র এক মাসের মাথায় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দুলাল মারা যান। যার ফলে এই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গত ২০১৯ সালের ৩১ মার্চ কাউন্সিলর মো. আবুল কাশেম সর্দার অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করলে ২৯ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল ভোটে কাজী দুলাল বিজয়ী হন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!