অনলাইন ডেস্ক:
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজ শুক্রবার জুমা’র দিন হওয়ায় বিপুলসংখ্যক মুসল্লি ভিড় করেছেন। অংশগ্রহনকারীর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে।
তুরাগ তীরের মূল ইজমেতা মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে মুসল্লিরা। সকালে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সারা দিনে ১০ হাজারের বেশি যানবাহনে করে মানুষ এসেছে। আজকেও অনেক মানুষ আসছে।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।