এক যোগে ৯টি সড়কের সংস্কার কাজ চলমান জেলায় সর্বোচ্চ সড়ক
জেলায় সর্বোচ্চ সড়ক মেরামত কাজ চলছে হাজীগঞ্জে
  • আপডেট: ০৩:৪৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ২২

মো. মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুর জেলার মধ্যে শুধু মাত্র হাজীগঞ্জে এক যোগে ৯টা কাজের সংস্কার চলছে। জেলার ৮টি উপজেলার মধ্যে একই সঙ্গে এতো পুণ: মেরামতের কাজ আর হচ্ছেনা বলে জানান, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন।

উপজেলা প্রকৌশলী জানান,  আমাদের মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের অগ্রাধিকার ভিত্তিতে ৭টি রাস্তা এবং আরো ২টি গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার (পুণঃ নির্মাণ) দ্রুত শেষ করার জন্য তাগিদ প্রদান করেন। স্যারের ডিও লেটারের কারণে অগ্রাধীকার ভিত্তিতে এসব সড়কের পুন:সংস্কার কাজ হচ্ছ। তিনি জানান জেলার মধ্যে এতোগুলো সড়ক সংস্করণ এক সাথে আর কোন উপজেলায় নেই।

সংস্কার (পুণ: নির্মাণ) হওয়া রাস্তা গুলো হলো-

হাজীগঞ্জ বাজার থানা রোডের ধড্ড খাল পাড় হাইতে কচুয়া সড়ক ৩ কিলো মিটার। নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলি বাজার থেকে মুকন্দসার সড়ক সাড়ে ৩ কিলো মিটার। নির্মাণ ব্যয় হচ্ছে সাড়ে ৩ কোটি টাকা।

৬নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা বাজার হইতে পালিশারা সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।

বলাখাল-নারায়াণপুর সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

হাজীগঞ্জ বাজার রেল স্টেশন হইতে তারাপাল্লা (হাজীগঞ্জ-চৌমুহনী রোড) সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ ২৬ হাজার টাকা।

বাকিলা জিসি হইতে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন (রামপুর রোড) সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩ লাখ টাকা।

বলাখাল- পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদ সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা।

টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হইতে হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা।

সদর ইউনিয়নের সুবিদপুর রেলওয়ে স্টেশন থেকে মৈশাইদ পর্যন্ত সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা।

Tag :
সর্বাধিক পঠিত

যেভাবে হ ত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফলকে

এক যোগে ৯টি সড়কের সংস্কার কাজ চলমান জেলায় সর্বোচ্চ সড়ক
জেলায় সর্বোচ্চ সড়ক মেরামত কাজ চলছে হাজীগঞ্জে
আপডেট: ০৩:৪৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

মো. মহিউদ্দিন আল আজাদ॥
চাঁদপুর জেলার মধ্যে শুধু মাত্র হাজীগঞ্জে এক যোগে ৯টা কাজের সংস্কার চলছে। জেলার ৮টি উপজেলার মধ্যে একই সঙ্গে এতো পুণ: মেরামতের কাজ আর হচ্ছেনা বলে জানান, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন।

উপজেলা প্রকৌশলী জানান,  আমাদের মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের অগ্রাধিকার ভিত্তিতে ৭টি রাস্তা এবং আরো ২টি গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার (পুণঃ নির্মাণ) দ্রুত শেষ করার জন্য তাগিদ প্রদান করেন। স্যারের ডিও লেটারের কারণে অগ্রাধীকার ভিত্তিতে এসব সড়কের পুন:সংস্কার কাজ হচ্ছ। তিনি জানান জেলার মধ্যে এতোগুলো সড়ক সংস্করণ এক সাথে আর কোন উপজেলায় নেই।

সংস্কার (পুণ: নির্মাণ) হওয়া রাস্তা গুলো হলো-

হাজীগঞ্জ বাজার থানা রোডের ধড্ড খাল পাড় হাইতে কচুয়া সড়ক ৩ কিলো মিটার। নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলি বাজার থেকে মুকন্দসার সড়ক সাড়ে ৩ কিলো মিটার। নির্মাণ ব্যয় হচ্ছে সাড়ে ৩ কোটি টাকা।

৬নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা বাজার হইতে পালিশারা সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।

বলাখাল-নারায়াণপুর সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

হাজীগঞ্জ বাজার রেল স্টেশন হইতে তারাপাল্লা (হাজীগঞ্জ-চৌমুহনী রোড) সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ ২৬ হাজার টাকা।

বাকিলা জিসি হইতে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন (রামপুর রোড) সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩ লাখ টাকা।

বলাখাল- পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদ সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৮ লাখ টাকা।

টঙ্গিরপাড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হইতে হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা।

সদর ইউনিয়নের সুবিদপুর রেলওয়ে স্টেশন থেকে মৈশাইদ পর্যন্ত সড়ক সংস্কার (পূণ: নির্মাণ) ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা।