• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৭ জানুয়ারি, ২০২০

শাহরাস্তির কৃতী সন্তান মাসুদ আলম বিপিএম (বার) কে পিপিএম (সেবা) পদকের স্মারকের

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার) এবার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক লাভ করেছেন। ৫ জানুয়ারি রোববার রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এ পদক পরিয়ে দেন।

প্রতি বছর পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে অবদান রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে তাঁদেরকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)-এর মাধ্যমে পুরস্কৃত করা হয়।

এরই ধারাবাহিকতায় এবার পিপিএম (সেবা) পেয়েছেন এডিশনাল এসপি মোঃ মাসুদ আলম বিপিএম (বার)। এর আগেও তিনি দুইবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) লাভ করেছেন। এডিশনাল এসপি মোঃ মাসুদ আলম বিপিএম (বার) বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের মহা-পরিদর্শক চাঁদপুরের গর্ব মোঃ জাভেদ পাটোয়ারীর স্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন।

তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রসন্নপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ নূরুল ইসলাম, তিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। ২ ভাই ৫ বোনের মধ্যে তিনি ২য়। দাম্পত্য জীবনে তিনি বিবাহিত ও ১ কন্যা সন্তানের জনক। সূত্র : সময় নিউজ টুয়েন্টি ফোর ডট কম।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর
error: Content is protected !!