পুলিশের মাঝে গুণগত বিরাট পরিবর্তন এসেছে: প্রধানমন্ত্রী

  • আপডেট: ১১:১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • ২৫

অনলাইন ডেস্ক:

পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আজকে পুলিশের মাঝে গুণগত বিরাট পরিবর্তন এসেছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় কথা জনগণের যে আস্থা-বিশ্বাস অর্জন করা- এটা পুলিশ বাহিনী আজকে করেছে। ৯৯৯ নম্বরের ফোন করলে যেকোনো সমস্যায় পুলিশ ছুটে যায় এবং তাদের সে সমস্যা সমাধান করে।’
পুলিশকে আরও জনমুখী হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যেকোনো ধরনের অপরাধ দমন করা সহজ এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কাজ করবেন সেটাই আমি আশা করি। আমরা চাই আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হবে।’

পুলিশ সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সাহসিকতা ও সেবা এই ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

পুলিশের মাঝে গুণগত বিরাট পরিবর্তন এসেছে: প্রধানমন্ত্রী

আপডেট: ১১:১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০

অনলাইন ডেস্ক:

পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আজকে পুলিশের মাঝে গুণগত বিরাট পরিবর্তন এসেছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় কথা জনগণের যে আস্থা-বিশ্বাস অর্জন করা- এটা পুলিশ বাহিনী আজকে করেছে। ৯৯৯ নম্বরের ফোন করলে যেকোনো সমস্যায় পুলিশ ছুটে যায় এবং তাদের সে সমস্যা সমাধান করে।’
পুলিশকে আরও জনমুখী হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যেকোনো ধরনের অপরাধ দমন করা সহজ এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কাজ করবেন সেটাই আমি আশা করি। আমরা চাই আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হবে।’

পুলিশ সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সাহসিকতা ও সেবা এই ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।