অনলাইন ডেস্ক:
নোয়াখালীর চাটখিল উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন প্রকাশ কসাই অরফে মনির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, একটি মামলায় সন্ত্রাসী মনিরকে রোববার গ্রেফতার করা হয়। রাতে মনিরের দেয়া তথ্য মতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে হাটপুকুরিয়ার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় তার সহযোগীরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হন তিন পুলিশ সদস্য। নিহত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্ত।