বঙ্গবন্ধুর আদর্শ মেনে মানুষের সেবা করে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে : শেখ হাসিনা

  • আপডেট: ০৬:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৩৩

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের সেবা করতে পারে; ক্ষমতায় এসে তা প্রমাণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশন বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টায় কাউন্সিল অধিবেশন শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ অধিবেশনেই আগামী তিন বছরের জন্য দলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন তিনি।

শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই। জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জনে কাজ করতে হবে দলের নেতাকর্মীদের।

তিনি বলেন, ৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন। আমি যথাযথভাবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সে চেষ্টা করছি। আমরা অনেকটা সফল হয়েছি। আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। বাংলার মানুষ যেন উন্নত জাতির স্বাদ পায় সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর ওবায়দুল কাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়। শুক্রবার বিকেল ৩ টা ৫মিনিটে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন—উপদেষ্টা সদস্য ড. সাইদুর রহমান ও ড. মশিউর রহমান। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৫২(ক) ধারা মোতাবেক এ কমিটি গঠন করেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশন প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী আহ্বান করবেন। একাধিক প্রার্থী না থাকলে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে শীর্ষ দুই নেতৃত্ব নির্বাচন করা হবে। এরপর কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী পরে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে টানা ৯ম বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ৩৮ বছর ধরে দলটির নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এটা নিশ্চিত। যদিও সবারই দৃষ্টি সাধারণ সম্পাদক পদটির দিকে। কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? ওবায়দুল কাদেরই থাকছেন, নাকি চমক দেওয়ার মতো অন্য কেউ আসছেন—এ নিয়ে দলটিতে গুঞ্জন আলোচনা এখন তুঙ্গে। তবে শেষ পর্যন্ত কার ভাগ্য খুলবে—তা আজই নির্ধারিত হবে।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আগে দলের সভানেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে প্রস্তুতি নিতে বলেছিলেন। তখন চাওর হয়েছিল যে, ওবায়দুল কাদেরই দলের সাধারণ সম্পাদক হচ্ছেন। তবে প্রধানমন্ত্রী এবার এখন পর্যন্ত কাউকে ইঙ্গিত দেননি বলে জানা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

বঙ্গবন্ধুর আদর্শ মেনে মানুষের সেবা করে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে : শেখ হাসিনা

আপডেট: ০৬:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ মানুষের সেবা করতে পারে; ক্ষমতায় এসে তা প্রমাণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশন বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

শনিবার সকাল সাড়ে ১০টায় কাউন্সিল অধিবেশন শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ অধিবেশনেই আগামী তিন বছরের জন্য দলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন তিনি।

শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই। জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জনে কাজ করতে হবে দলের নেতাকর্মীদের।

তিনি বলেন, ৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন। আমি যথাযথভাবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সে চেষ্টা করছি। আমরা অনেকটা সফল হয়েছি। আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। বাংলার মানুষ যেন উন্নত জাতির স্বাদ পায় সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর ওবায়দুল কাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়। শুক্রবার বিকেল ৩ টা ৫মিনিটে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন—উপদেষ্টা সদস্য ড. সাইদুর রহমান ও ড. মশিউর রহমান। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৫২(ক) ধারা মোতাবেক এ কমিটি গঠন করেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশন প্রথমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী আহ্বান করবেন। একাধিক প্রার্থী না থাকলে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে শীর্ষ দুই নেতৃত্ব নির্বাচন করা হবে। এরপর কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী পরে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে টানা ৯ম বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ৩৮ বছর ধরে দলটির নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এটা নিশ্চিত। যদিও সবারই দৃষ্টি সাধারণ সম্পাদক পদটির দিকে। কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? ওবায়দুল কাদেরই থাকছেন, নাকি চমক দেওয়ার মতো অন্য কেউ আসছেন—এ নিয়ে দলটিতে গুঞ্জন আলোচনা এখন তুঙ্গে। তবে শেষ পর্যন্ত কার ভাগ্য খুলবে—তা আজই নির্ধারিত হবে।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আগে দলের সভানেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে প্রস্তুতি নিতে বলেছিলেন। তখন চাওর হয়েছিল যে, ওবায়দুল কাদেরই দলের সাধারণ সম্পাদক হচ্ছেন। তবে প্রধানমন্ত্রী এবার এখন পর্যন্ত কাউকে ইঙ্গিত দেননি বলে জানা গেছে।