ডিসির স্ত্রীর পরিচয়ে প্রতারণার চেষ্টা

  • আপডেট: ০২:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • ৩৬

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের স্ত্রী পরিচয় দিয়ে মোবাইল ফোনে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে টাকা দাবি করেছে এক নারী। একই নম্বর থেকে সড়ক বিভাগের একাউন্ট অফিসারের কাছে নিজেকে নির্বাহী প্রকৌশলীর স্ত্রী পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়।

বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার।
জানা যায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার ও একই অফিসের একাউন্ট অফিসারের মোবাইলে কল দেন এক নারী। তিনি নিজেকে পৃথকভাবে ডিসি এবং নির্বাহী প্রকৌশলীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন। এতে তাদের সন্দেহ হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে জানান। পরে জেলা প্রশাসকের পরামর্শে নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্থানীয় জনতার আগুনে জ্বলছে মাজার

ডিসির স্ত্রীর পরিচয়ে প্রতারণার চেষ্টা

আপডেট: ০২:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের স্ত্রী পরিচয় দিয়ে মোবাইল ফোনে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে টাকা দাবি করেছে এক নারী। একই নম্বর থেকে সড়ক বিভাগের একাউন্ট অফিসারের কাছে নিজেকে নির্বাহী প্রকৌশলীর স্ত্রী পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়।

বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার।
জানা যায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার ও একই অফিসের একাউন্ট অফিসারের মোবাইলে কল দেন এক নারী। তিনি নিজেকে পৃথকভাবে ডিসি এবং নির্বাহী প্রকৌশলীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন। এতে তাদের সন্দেহ হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে জানান। পরে জেলা প্রশাসকের পরামর্শে নির্বাহী প্রকৌশলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী থানায় লিখিত অভিযোগ করেছেন।