বিশেষ প্রতিনিধি, রংপুর:
পরকীয়ার টানে ৩ সন্তানের জননীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে পিতা। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী বাজার পাড়া গ্রামের আনিচুল ইসলাম হকের কাছে দুই বছর আগে জমি বিক্রি করেন একেই এলাকার কমরপাড়া গ্রামের আনোয়ার হোসেন ফকির। এই সুবাদে আনিচুল ইসলাম হকের বাড়ি প্রায় যাতায়াত করতেন আনোয়ার হোসেন ফকির।
আনিচুল হক ঢাকায় রিকশা চালান। এই সুযোগে আনিচুল ইসলাম হকের স্ত্রী সেলিনা বেগম (৪০) সঙ্গে আনোয়ার হোসেন ফকির (৪৮) ধর্ম মেয়ে সর্ম্পক হিসেবে যাতায়াত শুরু করে। এরেই মধ্যে তাদের দুই জনের প্রেমের সর্ম্পক গরে উঠে।
ওই আনোয়ার হোসেন ফকির ও সেলিনা বেগম দুজনে ঘর বাধার আশায় অজানার উদ্দেশ্যে পালিয়েছে। সেলিনার স্বামী ভুক্তভোগী আনিচুল ইসলাম তারাগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সেলিনা পালিয়ে যাওয়ার সময় দুই লাখ টাকা দেড় ভরি র্স্বণের জিনিস নিয়ে পালিয়েছে।
ঘটনাটি বাড়াবাড়ি না করার জন্য আনোয়ার হোসেন ফকিরের ভাই সেম্বু, জাহানঙ্গীর, মশিয়ার রহমান, ভাতিজারা আমাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন। আমি নিরুপায় হয়ে রংপুর আদালতে মামলা দায়ের করেছি।
যার মামলা নম্বর জি. আর. ৪৭/১৯। এ সংক্রান্তে ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, সেলিনার তিন সন্তান ও আনোয়ার হোসেন ফকিরের চার সন্তান। তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী আনিচুল ইসলামকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।