অনলাইন ডেস্ক:
সোমবার রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় ঈশ্বরদি থেকে ছেড়ে আসা একটি ট্রেন থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক রঞ্জন বিশ্বাস জানান, ঈশ্বরদী থেকে আসা সিরাজগঞ্জগামী একটি ট্রেন কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন পার হওয়ার পর ট্রেনের বগিতে মোড়ানো একটি শিশুর মরদেহ দেখতে পায়।
ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ নিয়মিত ট্রেনের বাগিসহ সন্দেহজনক ব্যাগ-পোটলা চেক করে। সোমবারও ট্রেনটি জামতৈল স্টেশন পার হওয়ার পর তল্লাশির সময় শেষ বগিতে একটি সিটের ওপর ব্যাগ দেখতে পাওয়া যায়। এ সময় ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে ব্যাগটি খোলা হয়। খোলার পরই দেখা যায় সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ দেখা যায়। পরে রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ট্রেনটি থেকে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছার পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি রেখে চলে যান। ট্রেনটি ছেড়ে দিলেও ওই নারী ট্রেনে ওঠেননি।