নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের অভিষেক ও বৃত্তি প্রদান ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের সংগঠনের সদস্যদের পরিচিতির পাশাপাশি তাদের সদস্যদের কৃতি সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।
মিলনমেলার এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতায় চাঁদপুর-২ আসনের এমপি নুরুল আমীন রুহুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ ও মো. ইউনুছের উপস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ড. শাহাদাত হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানীয়া, নির্বাচন কমিশনের সচিব আবদুল বাতেন, পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া সোহেল রানা, সাবেক পরিকল্পনা কমিশনের সচিব হাবিবুল্লাহ মজুমদার,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ,সাবেক সাধারণ সম্পাদক মিজা জাকির প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ গান পরিবেশন করেন চাঁদপুরের শিল্পীবৃন্দ।