হাজীগঞ্জ, ১৪ নভেম্বর, বৃহস্পতিবার॥
৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও তাদের সফলতা কামনায় হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সরোয়ার জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু ছাইদ, অভিভাবক সদস্য মনির হোসেন ভুইয়া, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য শাহনাজ দুলাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকেয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, কামাল হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সাঈদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. শাহদাত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, পরীক্ষার্থী শামিম আহমেদ শিহাব এবং গীতা পাঠ করেন, মিথুন চন্দ্র সূত্রধর। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, পরীক্ষার্থী, শিক্ষার্থী, অভিভাবক, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
হাজীগঞ্জ মডেল সপ্রাবিতে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা
Tag :
সর্বাধিক পঠিত