উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, শিঘ্রই সমাধান: প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৪:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ২৯

অনলাইন ডেস্ক:

পেঁয়াজের সংকটকে অস্থায়ী অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংকট অস্থায়ী… উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়।’

পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে জানিয়ে তিনি বলেন, ‘প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ চলে আসছে খুব শিগগিরই। তাছাড়া ১০ হাজার টন তো চলে আসবে কয়েক দিনের মধ্যেই। কাজেই চিন্তার কিছু নেই।’

এসময় পেঁয়াজ না খেলে কী হয় এমন রসিকতা করে তিনি বলেন, ‘পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, আমি করি, আমাদের বাসায় করে। অনেক তরকারি আছে, যা পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। কাজেই পেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কী আছে, আমি জানি না।’

দেশে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র ৩০ টাকা কেজির পেঁয়াজ হয়ে যায় ১০০ টাকা। মাঝে কিছু কমলেও এখন কেজিপ্রতি পেঁয়াজের দাম উঠেছে ১২০ থেকে ১৩০ টাকা।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, শিঘ্রই সমাধান: প্রধানমন্ত্রী

আপডেট: ০৪:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

পেঁয়াজের সংকটকে অস্থায়ী অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংকট অস্থায়ী… উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়।’

পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে জানিয়ে তিনি বলেন, ‘প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ চলে আসছে খুব শিগগিরই। তাছাড়া ১০ হাজার টন তো চলে আসবে কয়েক দিনের মধ্যেই। কাজেই চিন্তার কিছু নেই।’

এসময় পেঁয়াজ না খেলে কী হয় এমন রসিকতা করে তিনি বলেন, ‘পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, আমি করি, আমাদের বাসায় করে। অনেক তরকারি আছে, যা পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। কাজেই পেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কী আছে, আমি জানি না।’

দেশে লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র ৩০ টাকা কেজির পেঁয়াজ হয়ে যায় ১০০ টাকা। মাঝে কিছু কমলেও এখন কেজিপ্রতি পেঁয়াজের দাম উঠেছে ১২০ থেকে ১৩০ টাকা।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।