দূর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বুলবুল

  • আপডেট: ০২:২২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ২৭

অনলাইন ডেস্ক:

দূর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশে প্রবেশ করেছে। এখন ঘূর্ণিঝড় বুলবুল ঘণ্টায় এগোচ্ছে ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে বলে বিশেষ বুলেটিনে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুলবুলির প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে হতে পারে। এ ঘটনায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে।

শনিবার রাতে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উপকূল এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করেছে। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

দূর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বুলবুল

আপডেট: ০২:২২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

দূর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশে প্রবেশ করেছে। এখন ঘূর্ণিঝড় বুলবুল ঘণ্টায় এগোচ্ছে ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে বলে বিশেষ বুলেটিনে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুলবুলির প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে হতে পারে। এ ঘটনায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে।

শনিবার রাতে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উপকূল এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করেছে। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।