শাহরাস্তিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট: ০৫:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
  • ৪৭

শাহরাস্তি, শুক্রবার, ৮ নভেম্বর:

দপুরের শাহরাস্তি উপজেলার মেহের এলাকায় বোগদাদ পরিবহনের বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আঃ মান্নান (৬৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী। বোগদাদ বাসটি আটক হয়েছে। নিহতের ছেলে রুবেল এই ঘটনায় শাহরাস্তি থানায় বোগদাদ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মেহের স্টেশন এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লয়েরি বাড়ীর সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আব্দুল মান্নান হাজীগঞ্জ উপজেলার হারিয়াইন গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

চাঁদপুর সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি নেতা শাহরাস্তির আবুল হোসেন বলেন, বোগদাদ বাসটি বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়। বোগদাদ বাসটি আটক করা হয়েছে। সুরতহাল শেষে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত চালক আব্দুল মান্নান এর ছেলে রুবেল এই ঘটনায় বাদী হয়ে বোগদাদ পরিবহনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম দূর্ঘটনার সংবাদটি নিশ্চিত করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শাহরাস্তিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট: ০৫:০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯

শাহরাস্তি, শুক্রবার, ৮ নভেম্বর:

দপুরের শাহরাস্তি উপজেলার মেহের এলাকায় বোগদাদ পরিবহনের বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আঃ মান্নান (৬৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী। বোগদাদ বাসটি আটক হয়েছে। নিহতের ছেলে রুবেল এই ঘটনায় শাহরাস্তি থানায় বোগদাদ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মেহের স্টেশন এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লয়েরি বাড়ীর সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক আব্দুল মান্নান হাজীগঞ্জ উপজেলার হারিয়াইন গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

চাঁদপুর সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি নেতা শাহরাস্তির আবুল হোসেন বলেন, বোগদাদ বাসটি বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়। বোগদাদ বাসটি আটক করা হয়েছে। সুরতহাল শেষে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত চালক আব্দুল মান্নান এর ছেলে রুবেল এই ঘটনায় বাদী হয়ে বোগদাদ পরিবহনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম দূর্ঘটনার সংবাদটি নিশ্চিত করেছেন।