জনগন সচেতন না হলে দূর্ঘটনা বাড়বেই:মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • আপডেট: ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • ২৮

গাজী মহিনউদ্দিন॥
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, দূর্ঘটনা রোধে আমাদের আরো বেশী সচেতন হতে হবে। জনগন সচেতন না হলে দূর্ঘটনা বাড়বেই। যে কোন দূর্ঘটনায় ফায়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফায়ার সার্ভিস এর কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। এই পেশায় যারা কাজ করছেন তারা প্রতিনিয়ত নিজের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স এর কাজকে আরো সহজ ও সমৃদ্ধ করার জন্য সাধারণ মানুষকে আরো সচেতন করে তুলতে হবে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স হাজীগঞ্জ স্টেশন প্রাঙ্গনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মেজর রফিক বলেন, দূর্যোগ মোবাবেলায় সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ অত্যন্ত প্রশংসনীয় স্থান পেয়েছে। এই সংস্থার প্রতিটি কর্মীর কাজের দক্ষতাই তাদের এই স্থানে নিয়ে এসেছে। মানুষ মানুষের জন্য কাজ করে। নিজের জীবন দিয়েও ফায়ার সার্ভিস কর্মীরা জনসাধারণের জানমাল রক্ষায় এগিয়ে আসেন এমন উদাহরণ রয়েছে। তাদের এই সপ্তাহব্যাপী কার্যক্রম এর সফলতা কামনা করেন।
পরে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হাজীগঞ্জের লিডার সিদ্দিকুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।

Tag :
সর্বাধিক পঠিত

ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক মোস্তফা আটক

জনগন সচেতন না হলে দূর্ঘটনা বাড়বেই:মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট: ০৮:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

গাজী মহিনউদ্দিন॥
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, দূর্ঘটনা রোধে আমাদের আরো বেশী সচেতন হতে হবে। জনগন সচেতন না হলে দূর্ঘটনা বাড়বেই। যে কোন দূর্ঘটনায় ফায়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফায়ার সার্ভিস এর কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। এই পেশায় যারা কাজ করছেন তারা প্রতিনিয়ত নিজের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স এর কাজকে আরো সহজ ও সমৃদ্ধ করার জন্য সাধারণ মানুষকে আরো সচেতন করে তুলতে হবে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স হাজীগঞ্জ স্টেশন প্রাঙ্গনে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মেজর রফিক বলেন, দূর্যোগ মোবাবেলায় সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ অত্যন্ত প্রশংসনীয় স্থান পেয়েছে। এই সংস্থার প্রতিটি কর্মীর কাজের দক্ষতাই তাদের এই স্থানে নিয়ে এসেছে। মানুষ মানুষের জন্য কাজ করে। নিজের জীবন দিয়েও ফায়ার সার্ভিস কর্মীরা জনসাধারণের জানমাল রক্ষায় এগিয়ে আসেন এমন উদাহরণ রয়েছে। তাদের এই সপ্তাহব্যাপী কার্যক্রম এর সফলতা কামনা করেন।
পরে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হাজীগঞ্জের লিডার সিদ্দিকুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।