ভারতকে ১ ইঞ্চি জায়গাও দেয়া হবে না, যদি ষড়যন্ত্র করা হয়দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে : মহাসচিব, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ

  • আপডেট: ০১:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • ৪১

নিজস্ব প্রতিনিধি॥

জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, এ দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এ মাটি আমরা কাউকে দিবো না। আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্যে এক কিলোমিটার জায়গা ভারত চেয়েছে, তার জন্যে ১ ইঞ্চি জায়গাও দেয়া হবে না। আর যদি ষড়যন্ত্র করা হয়, তা এ দেশের মানুষ বরদাস্তকরবে না। দাঁত ভাঙ্গা জবাব দেবে।

তিনি আরো বলেন, আমরা দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের পক্ষে ও দেশের জনগণের কল্যাণে কাজ করছি এবং এমন কাজেই বিশ্বাসী। আমরা জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছি। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের বিন্দুমাত্র ক্ষতি হোক সেই কামনা করে না।

বুধবার বিকেলে চাঁদপুর শহরের রোটারী ক্লাব মিলনায়তনে জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোঃ সিরাজুল ইসলামের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

ছাত্র জমিয়ত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জমিয়াতে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তোহা খান, সহ-সভাপতি মাওলানা সলিম উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বাদশা, ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন মানিক প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

কক্সবাকক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

ভারতকে ১ ইঞ্চি জায়গাও দেয়া হবে না, যদি ষড়যন্ত্র করা হয়দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে : মহাসচিব, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আপডেট: ০১:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯

নিজস্ব প্রতিনিধি॥

জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, এ দেশের মাটি সোনার চেয়ে খাঁটি। এ মাটি আমরা কাউকে দিবো না। আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্যে এক কিলোমিটার জায়গা ভারত চেয়েছে, তার জন্যে ১ ইঞ্চি জায়গাও দেয়া হবে না। আর যদি ষড়যন্ত্র করা হয়, তা এ দেশের মানুষ বরদাস্তকরবে না। দাঁত ভাঙ্গা জবাব দেবে।

তিনি আরো বলেন, আমরা দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের পক্ষে ও দেশের জনগণের কল্যাণে কাজ করছি এবং এমন কাজেই বিশ্বাসী। আমরা জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছি। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের বিন্দুমাত্র ক্ষতি হোক সেই কামনা করে না।

বুধবার বিকেলে চাঁদপুর শহরের রোটারী ক্লাব মিলনায়তনে জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোঃ সিরাজুল ইসলামের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

ছাত্র জমিয়ত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জমিয়াতে উলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তোহা খান, সহ-সভাপতি মাওলানা সলিম উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বাদশা, ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন মানিক প্রমুখ।