ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করলো ডুবুরি দল

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নূর মোহাম্মদ (৫) নামে এক শিশু নিখোঁজের পর চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামের নূর আলমের ছেলে নূর মোহাম্মদ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পুকুর পাড়ে গেলে মাসহ অন্যরা পুকুরে গোসল করতে নামে। এসময় নুর মোহাম্মদ পুকুর পাড়ে দাঁড়ানো ছিলো। এক পর্যায়ে পা ফঁসকে শিশুটি পানি পড়ে যায়।

শিশুটির সাথে থাকা তার মা সুমি বেগম, ফুফু, খালু পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

দুপরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবিরি টিমের সহযোগিতায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুরের গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তোলায় পুকুরের মাঝে অনেক গভীরতার সৃষ্টি হয়। শিশুটি পা ফঁসকে পুকুরের ওই গভীরে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে প্রায় ৪০/৪৫ ফুট পানীর গভীর থেকে শিশুটিকে উদ্ধার করি।

তিনি আরো জানান, ড্রেজার বা ভেকু দিয়ে যারা পুকুর থেকে মাটি তোলেন, তাদের আরো সাবধান হতে হবে। শুধু শিশু নয়, এসব গর্তে বড় কেউ পড়লেও বেঁচে উঠা দায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, হাজীগঞ্জের ইছাপুরা গ্রামে পানিতে পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে সেখানে এসআই সায়েমকে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দধি তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

হাজীগঞ্জে পুকুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করলো ডুবুরি দল

আপডেট: ০৭:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে নূর মোহাম্মদ (৫) নামে এক শিশু নিখোঁজের পর চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ইছাপুরা গ্রামের নূর আলমের ছেলে নূর মোহাম্মদ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পুকুর পাড়ে গেলে মাসহ অন্যরা পুকুরে গোসল করতে নামে। এসময় নুর মোহাম্মদ পুকুর পাড়ে দাঁড়ানো ছিলো। এক পর্যায়ে পা ফঁসকে শিশুটি পানি পড়ে যায়।

শিশুটির সাথে থাকা তার মা সুমি বেগম, ফুফু, খালু পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

দুপরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবিরি টিমের সহযোগিতায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুরের গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তোলায় পুকুরের মাঝে অনেক গভীরতার সৃষ্টি হয়। শিশুটি পা ফঁসকে পুকুরের ওই গভীরে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে প্রায় ৪০/৪৫ ফুট পানীর গভীর থেকে শিশুটিকে উদ্ধার করি।

তিনি আরো জানান, ড্রেজার বা ভেকু দিয়ে যারা পুকুর থেকে মাটি তোলেন, তাদের আরো সাবধান হতে হবে। শুধু শিশু নয়, এসব গর্তে বড় কেউ পড়লেও বেঁচে উঠা দায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, হাজীগঞ্জের ইছাপুরা গ্রামে পানিতে পড়ে শিশু নিখোঁজের খবর পেয়ে সেখানে এসআই সায়েমকে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।