ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যাত্রীদের চরম ভোগান্তি

  • আপডেট: ০৫:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৬

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরে তিন দফা দাবিতে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনকারীদের দাবি, স্থায়ী স্ট্যান্ডের বাইরে টোল আদায় বন্ধ, অনুমোদিত পাঁচটি স্ট্যান্ড মালিক ও শ্রমিক সংগঠনের কাছে বুঝিয়ে দেওয়া এবং এসব স্ট্যান্ডে যাত্রী ছাউনি ও চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ। সেই সঙ্গে পৌর টোল ফি কমানোরও দাবি জানান তাঁরা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি কাজী ওমর ফারুক। বক্তব্য দেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি রিপন হোসেন, মালিক সমিতির সহসভাপতি মঞ্জুর হোসেন, সদর উপজেলা মালিক সমিতির সভাপতি নয়ন মিজি, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মনির হোসেন, সদস্যসচিব খোকন ফরাজী, যুগ্ম আহ্বায়ক মঞ্জু খান ও ওয়্যারলেস স্ট্যান্ড কমিটির সভাপতি রহমান ব্যাপারী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এর আগে গত মঙ্গলবারও একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন চালক ও মালিকেরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দধি তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যাত্রীদের চরম ভোগান্তি

আপডেট: ০৫:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাঁদপুরে তিন দফা দাবিতে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনকারীদের দাবি, স্থায়ী স্ট্যান্ডের বাইরে টোল আদায় বন্ধ, অনুমোদিত পাঁচটি স্ট্যান্ড মালিক ও শ্রমিক সংগঠনের কাছে বুঝিয়ে দেওয়া এবং এসব স্ট্যান্ডে যাত্রী ছাউনি ও চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ। সেই সঙ্গে পৌর টোল ফি কমানোরও দাবি জানান তাঁরা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি কাজী ওমর ফারুক। বক্তব্য দেন জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি রিপন হোসেন, মালিক সমিতির সহসভাপতি মঞ্জুর হোসেন, সদর উপজেলা মালিক সমিতির সভাপতি নয়ন মিজি, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মনির হোসেন, সদস্যসচিব খোকন ফরাজী, যুগ্ম আহ্বায়ক মঞ্জু খান ও ওয়্যারলেস স্ট্যান্ড কমিটির সভাপতি রহমান ব্যাপারী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এর আগে গত মঙ্গলবারও একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন চালক ও মালিকেরা।